দুর্গাপুর মহকুমা হাসপাতালে চোখ, চামড়া ছাড়াই এক অদ্ভুত শিশুর জন্ম হয়েছে বৃহস্পতিবার সকালে। মাতৃগর্ভে ‘হার্লেকুইন ইকথিওসিস’ নামের এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়ে এ শিশু জন্মেছে। জানা গেছে, বংশগত কারণে এই ধরণের শিশুর জন্ম হয়। সমীক্ষা বলছে, প্রতি ৩ লক্ষ শিশুর মধ্যে একজন এই জন্মগত ব্যাধি নিয়ে জন্মায়।

দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার দেবব্রত দাস জানিয়েছেন, পানাগড় স্বাস্থ্য কেন্দ্র থেকে ২৮ সপ্তাহের গর্ভাবস্থা সহ এক মহিলাকে রেফার করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। বৃহস্পতিবার সকালে মহকুমা হাসপাতালে সিজার করে ওই মহিলার এই বাচ্ছাটি জন্ম হয়। বাচ্ছাটিকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। কৃত্রিম উপায়ে বাইরে থেকে মেশিনের সাহায্যে শ্বাস-প্রশ্বাস চালু রাখা হয়েছে।

২০১৬ সালে নাগপুরে ভারতের প্রথম ‘হার্লেকুইন’ শিশুর জন্ম হয়। দুর্গাপুরে জন্ম নেওয়া শিশুটির অবস্থা সংকটজনক। শিশুটির চোখই নেই। সাধারণত এই ধরণের শিশু খুব বেশিদিন বাঁচে না বলেই জানিয়েছেন চিকিৎসকরা। কারণ শিশুর শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা নেই বললেই চলে।

Like Us On Facebook