দুর্ঘটনায় হনুমানের মৃত্যু ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গ্রামে। ঘটনা মেমারির তক্তিপুর গ্রামের। শেষকৃত্যে যোগদান করলেন সব সম্প্রদায়ের মানুষ। সমাধির উপর তৈরি হল বেদি। ভবিষ্যতে মন্দির নির্মাণে সাহায্যের প্রতিশ্রুতি স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সহ গ্রামবাসীদের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তক্তিপুর মোড়ে বাসের ধাক্কায় একটি হনুমানের মৃত্যু হয়। গ্রামের হিন্দুরা রীতি মেনে হনুমানটির শেষকৃত্য করার উদ্যোগ নেন। পাশাপাশি তাঁরা হনুমানের সমাধির উপর বেদি তৈরি করে হনুমান মন্দির করার ইচ্ছা প্রকাশ করেন। সংখ্যালঘু অধ্যুষিত এই গ্রামের মুসলিম সম্প্রদায়ের মানুষজন হিন্দুদের এই উদ্যোগে সাহায্যের প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে আসেন। গ্রামের বাসিন্দা তথা বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য শেখ মেহের আলি এই উদ্যোগে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। এদিন হনুমানের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরই সমাধির উপর বেদি তৈরি করে বজরঙ্গবলীর ছবি বসিয়ে পুজো শুরু করেন গ্রামবাসীরা। শেষে দুই সম্প্রদায়ের মানুষজন একসঙ্গে বসে খিঁচুড়ি খান।

Like Us On Facebook