ভারতের ৭১ তম স্বাধীনতা দিবস সারা দেশের সঙ্গে উদযাপনে সামিল হল ইন্টারনেট জায়েন্ট গুগল। সংস্থার তরফে একটি অসাধারণ ‘ডুডুল’-এর মাধ্যমে দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। ডুডলটিতে দেখানো হয়েছে ভারতের পার্লামেন্ট হাউস, অশোক চক্র ও ভারতের জাতীয় পাখি ময়ূর। অসাধারণ দক্ষতায় ভারতের জাতীয় পতাকার রঙে ডুডলটিকে জীবন্ত করে তোলা হয়েছে।

বিশেষ নকশা বা চিত্রের মধ্য দিয়ে কোনো বিষয়কে ফুটিয়ে তোলাকেই ডুডল বলা হয়। বিভিন্ন বিখ্যাত মানুষ বা ঐতিহাসিক দিনকে স্মরণ করার জন্য গুগল তাদের হোমপেজে লোগো পরিবর্তন করে সেই বিশেষ দিনের সঙ্গে মানানসই বিশেষ লোগো তৈরি করে বসিয়ে দেয়। একেই বলা হয় ‘গুগল ডুডল’। ইতিপুর্বে গুগল ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ধরণের ডুডল তৈরি করেছে। যেখানে লাল কেল্লা, জাতীয় পতাকা, মহত্মা গান্ধীর ডান্ডি অভিযান, ভারতের পোস্টাল স্ট্যাম্পকে বিভিন্ন ভাবে ব্যবহার করা হয়েছে।

এ বছরের স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ গুগল ডুডলটি তৈরি করেছেন মুম্বাইয়ের শিল্পী সাবিনা কার্নিক। তিনি তাঁর ‘পেপার টেকনিক আর্টওয়ার্ক’-এর জন্যই অধিক পরিচিত। কার্নিক কিভাবে ধাপে ধাপে ডুডলটিকে তৈরি করেছেন তা নীচে চিত্রের মাধ্যমে তুলে ধরা হল…

Like Us On Facebook