পানাগড়ে এশিয়ার বৃহত্তম সার কারখানা ম্যাটিক্স ফার্টিলাইজারের উৎপাদন রবিবার পরীক্ষামূলকভাবে শুরু হল। শুরুতেই কিছু ত্রুটি বিচ্যুতি ধরা পড়ায় বিশেষজ্ঞদের এনে পরবর্তী সময়ে বাণিজ্যিক ভাবে বৃহত্তর আকারে সার কারখানার উৎপাদন শুরু হবে বলে কারখানা সুত্রে জানা গেছে। এদিকে রবিবার ম‍্যাটিক্সে উৎপাদন শুরু হবার সাথে সাথেই পার্শ্ববর্তী গ্রামে অ‍্যামোনিয়া গ‍্যাস হাওয়াতে ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে এবং আউশগ্রাম ব্লকের পনডালি, সোঁয়াই গ্রামের মানুষ অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। শ্বাসকষ্ট সহ বমি, মাথা ঘোরা, শরীর অস্থির করা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। ৫-৬ জন অসুস্থ হয়ে পড়ে। যদিও সোমবার কোন নতুন করে অসুস্থতার খবর পাওয়া যায়নি। গ্রামবাসীরা জানায়, জমি অধিগ্রহণের চুক্তিমত ও স্বাস্থ্য বিধি মেনে সার কারখানায় উৎপাদন না করলে ভবিষ্যতে এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামবে গ্রামবাসীরা। কারখানা কর্তৃপক্ষ বিষয়টি দেখার আশ্বাস দেন। সোমবার অবস্থা স্বাভাবিক হলেও ফের কারখানা থেকে গ‍্যাস লিকের আতঙ্কে গ্রামের আট থেকে আশি সকলের চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট।

Like Us On Facebook