চলন্ত গ্যাস ট্যাঙ্কার থেকে গ্যাস লিকের ঘটনায় আতঙ্ক ছড়ালো আসানসোলের সালানপুরে। চালক চলন্ত ট্যাঙ্কার থেকে গ্যাস লিকের ব্যাপারে বুঝতে পেরে ট্যাঙ্কার থামিয়ে দেয়। ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকল। প্রায় দু’ঘন্টা জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ থাকে।

জানা গেছে, রবিবার সকালে হলদিয়া থেকে হরিয়ানাগামী একটি এলপিজি গ্যাস ট্যাঙ্কার সালানপুর থানার অন্তর্গত মেলাকোলা গ্রাম সংলগ্ন এথোড়া মোড়ে হাজির হলে চালক বুঝতে পারেন যে, ট্যাঙ্কার থেকে গ্যাস লিক হচ্ছে৷ চালক গাড়িটি থামিয়ে দন৷ স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে এসিপি ট্রাফিক সহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় ও উৎসুক জনগণকে নিরাপদ স্থানে সরতে বলে৷ একই সাথে এলাকায় দমকলের একটি ইঞ্জিনও পৌঁছায়৷ দুর্ঘটনা এড়াতে জাতীয় সড়কের একটি লেনে যান চলাচল বন্ধ কর দেওয়া হয়। ফলে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘন্টা পর ট্যাঙ্কারটি মেরামত করা হলে যান চলাচল স্বাভাবিক হয়।

Like Us On Facebook