দুর্গাপুরের বেনাচিতি বাজারের নোংরা আবর্জনা ফেলার দুর্গাপুর নগর নিগম এখনও পর্যন্ত স্থায়ী কোন ভ‍্যাট তৈরি করতে না পারায় বাজারের ব‍্যবসায়ীরা মহা ফাঁপড়ে পড়েছেন। অভিযোগ, প্রতিদিন বাজারের সমস্ত নোংরা আবর্জনার অস্থায়ী এক আস্তাকুঁড় রোজ সকালে তৈরি হয় ফল পট্টির নাচন রোডের ধারে এক বেবি ফুড বিক্রেতার দোকানের সামনে। নোংরা-আবর্জনা সঙ্গে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশ এখন নিত‍্য সঙ্গী এই বেবিফুড বিক্রেতার। প্রতিকার চেয়ে স্থানীয় কাউন্সিলর মধুসূদন মন্ডলকে বার বার জানিয়েও কোন প্রতিকার হয়নি বলে অভিযোগ।

স্থানীয় কাউন্সিলার থেকে দুর্গাপুর নগর নিগমের দায়িত্বপ্রাপ্তরা এই সংক্রান্ত কোন লিখিত অভিযোগ নিতে অস্বীকার করেন বলে অভিযোগ বেবিফুড বিক্রেতার। একদিকে রোজ সকালে দোকানের সামনে নোংরা আবর্জনার স্তূপ, কাক, কুকুরের উৎপাতে রাস্তার পথচারীদেরও বিপদের আশঙ্কা। অপরদিকে বেবি ফুডের মত শিশু খাদ্যের দোকানের সামনে রোজকার অস্বাস্থ্যকর পরিবেশ দুইয়ের টানাপোড়েনে উৎকন্ঠায় রয়েছেন বেবি ফুড বিক্রেতা।

ক্রেতারা দুর্গন্ধে অতিষ্ঠ হলেও দোকানে আসেন। এতে ব‍্যবসায় প্রভাব পড়ছে বলে অভিযোগ। অভিযোগকারী বেবিফুড বিক্রেতা পবন আগরওয়াল দুর্গাপুর নগর নিগমের অসহযোগিতায় হতাশ হয়ে কার্যত সুরাহার হাল ছেড়ে দিয়েছেন। অভিযোগ, দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের কর্তাব্যক্তিরাও এই ইস‍্যুতে অভিযোগকারীর পাশে এসে দাঁড়াননি। দোকানের কর্মচারী বাপি পাল বলেন, রোজ সকালে দোকানের সামনে ফেলে যাওয়া বাজারের নোংরা আবর্জনা দুর্গাপুর নগর নিগমের কর্মীরা পরিষ্কার না করা পর্যন্ত আমরা দোকান খুলতে এসে দোকান খুলতে পারিনা। বৃষ্টির দিনে অবস্থা আরও সঙ্গীন হয়ে ওঠে। ক্রেতারা প্রয়োজনীয় জিনিস কিনতে এসে ঘুরে যান। এতে ক্রেতা-বিক্রেতা উভয়েরই ক্ষতি হচ্ছে বলে এক রাশ অভিযোগ করলেন। এদিকে, দোকানের সামনে নোংরা আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ পার্শ্ববর্তী অন্যান্য বিক্রেতারা কিন্তু ঝুটঝামেলার ভয়ে মুখে কুলুপ এঁটেছেন।

স্থানীয় কাউন্সিলর মধুসূদন মন্ডলকে এই বিষয়ে প্রশ্ন করলে তিনি কিছু বলতে অস্বীকার করেন। দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস বিষয়টি তিনি না জানার কথা বলেন বর্ধমান ডট কমকে। কমিশনার বলেন, অভিযোগকারীর কোন অভিযোগ থাকলে তিনি সরাসরি দুর্গাপুর নগর নিগমে এসে আমাকে লিখিত অভিযোগ জানাতে পারেন। তাছাড়া স্থানীয় বিষয়ে অভিযোগ থাকলে স্থানীয় কাউন্সিলরকেও অভিযোগ জানাতে পারেন। কাউন্সিলরকে প্রতিকার চেয়ে দোকানদার লিখিত অভিযোগ জানাতে গেলে কাউন্সিলর বা তার সহযোগীরা সেই লিখিত অভিযোগ নিতে অস্বীকার করার বিষয়ে প্রশ্ন করলে ডিএমসির কমিশনার এই বিষয়টি কার্যত এড়িয়ে যান।

দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে, খুব শীঘ্রই বেনাচিতি বাজারের নোংরা আবর্জনা নষ্ট করতে সলিড ওয়েস্ট ম‍্যানেজমেনট প্ল্যান্ট বেনাচিতি বাজারের জলখাবার গলি বা প্রান্তিকার নিশান হাটে চালু করা হবে। জমি জটে আটকে রয়েছে প্রকল্পটি। বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পটি কবে বাস্তব রূপ পায় এখন সেই আশায় বুক বেঁধে রয়েছেন ভুক্তভোগী বেবি ফুড বিক্রেতা।


Like Us On Facebook