প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হওয়া প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রজেক্টের আর্ন্তগত নলবাহিত প্রাকৃতিক গ্যাস গ্রিড তৈরির দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হল দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে। রাষ্ট্রায়ত্ত সংস্থা গেইল (ইন্ডিয়া) পাইপ লাইন তৈরির কাজ করছে।

জানা গেছে, প্রধানমন্ত্রী উর্জা গঙ্গা প্রজেক্টে ২৬৫৫ কিলোমিটার দীর্ঘ উত্তর প্রদেশের জগদীশপুর থেকে হলদিয়া পর্যন্ত প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন বাসানো হবে। এই প্রজেক্টে উত্তর প্রদেশের ফুলপুর থেকে বিহারের দোভি পর্যন্ত প্রথম পর্যায়ে ৭৫৫ কিমি পাইপ লাইন পাতার কাজ প্রায় শেষ। দ্বিতীয় পর্যায়ে বিহারের দোভি থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় ৫২০ কিমি প্রাকৃতিক গ্যাসের পাইপ লাইন তৈরির কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে হলদিয়া, কলকাতা সহ ওড়িশা পর্যন্ত পাতা হবে পাইপ লাইন।

এই পাইপ লাইন বসানোর ফলে রাজ্যে দূষণমুক্ত প্রাকৃতিক গ্যাস পাইপ লাইনের মাধ্যমে আসবে। এর ফলে পানাগড়ের ম্যাটিক্স ফার্টিলাইজার সহ শিল্পাঞ্চলের আন্যান্য বড় কারখানায় প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা যাবে। পাশাপাশি পাইপ লাইনের মাধ্যমে শহরের বাড়িতে বাড়িতে তুলনামূলকভাবে সস্তায় গ্যাস সরবরাহ সহ প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহনের জন্য বিভিন্ন ফিলিং স্টেশনেও এই গ্যাস সরবরাহ করা হবে। দুষণ মুক্ত গ্যাসের ব্যবহার বাড়লে পরিবেশ দূষণও কমবে।

Like Us On Facebook