বিগত তিন বছর ধরে বেসরকারি একাধিক স্কুলকে নিয়ে চালু হওয়া উৎকর্ষ প্রতিযোগিতায় এবার সরকারি স্কুলকেও অংশগ্রহণ করানোর উদ্যোগ নিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন। জেলাশাসকের সভাকক্ষে শুক্রবার এব্যাপারে একটি গুরত্বপূর্ণ বৈঠকও অনুষ্ঠিত হল। জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানান, উৎকর্ষ প্রতিযোগিতার চতুর্থ বছরে সরকারি স্কুলগুলিকেও অংশগ্রহণ করানোর ওপর জোর দেওয়া হয়েছে। তিনটি বিভাগে এই প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে। শিক্ষা সংক্রান্ত বিষয় ছাড়াও থাকছে ক্যুইজ প্রতিযোগিতা, বিভিন্ন খেলাধূলার প্রতিযোগিতাও। প্রাথমিকভাবে এদিন ঠিক হয়েছে, আগামী ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত এই স্কুলস্তরের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে। মূল উদ্যোক্তা সংশ্লিষ্ট স্কুলগুলি হলেও প্রশাসনিক নজরদারি এবং হস্তক্ষেপ থাকবে এই সমস্ত প্রতিযোগিতায়। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলাশাসক, মহকুমা শাসক, কয়েকটি স্কুলের প্রধান শিক্ষক ও শিক্ষিকা, জেলা সর্বশিক্ষা প্রকল্পের আধিকারিক প্রমুখ।

Like Us On Facebook