আসানসোলের কালিপাহাড়ি সংলগ্ন নুনি নদীর উপর ছাতাপাথর ব্রীজের কাছে ২ নং জাতীয় সড়কের উপর চারটি গাড়ি পরপর দুর্ঘটনায় জড়িয়ে পড়ল। এই ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছেন। অহতদের আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় ছাতাপাথর ব্রীজের কাছে জাতীয় সড়কে একটি লেন দিয়ে সমস্ত গাড়ি চলাচল করছে। শুক্রবার সকালে রানিগঞ্জ গামী একটি মিনিবাস ও দুর্গাপুরের দিক থেকে আসা ইণ্ডিয়ান অয়েলের একটি গ্যাস ট্যাঙ্কার মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে৷ একই সঙ্গে মিনিবাসের পিছন দিক থেকে আসা একটি কলকাতা গামী এসবিএসটিসি বাস ও ডাম্পারও এই দুর্ঘটনায় জড়িয়ে পড়ে৷ মিনিবাসটি দুর্ঘটনার কবলে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীর দিকে নেমে যায়। যদিও চালকের উপস্থিত বুদ্ধিতে নদীতে পড়ে যাওয়া থেকে রক্ষা পায় বাসটি৷ পাশাপাশি গ্যাস ট্যাঙ্কারটি খালি ছিল বলে জানা গেছে৷ তাই বড়সড় বিপত্তির হাত থেকে রক্ষা পেলেও ঘটনায় ১৫ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজন স্কুল পড়ুয়াও আছে বলে জানা গেছে। ঘটনার আকস্মিকতায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবংজাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়৷

Like Us On Facebook