দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে গান্ধী জয়ন্তীতে বর্ধমানের রেলওয়ে ওভার ব্রিজের ট্রাফিক কলোনী এলাকায় বসানো হল ফুড ব্যাঙ্ক। মঙ্গলবার সকালে এই মহতী অনুষ্ঠানে হাজির ছিলেন বর্ধমান রাজ কলেজের অধ্যক্ষ নিরঞ্জন মণ্ডল, বিশিষ্ট সাহিত্যিক রমজান আলি, দুর্গাপুর স্টেট ব্যাঙ্কের চীফ ম্যানেজার নারায়ণ চন্দ্র সাহা, জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি অভিজিত ভট্টাচার্য, আব্দুর রব প্রমুখরা।

সংস্থার সাধারণ সম্পাদক আমিরুল আলি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁরা তাঁদের এই সংস্থার মাধ্যমে সমাজের কিছু মানুষের কল্যাণে কাজ করছেন। বেশ কিছুদিন ধরেই তাঁরা প্রথম ধাপে একটি ফুড ব্যাঙ্ক করার চেষ্টা চালাচ্ছিলেন। অবশেষে সেই চেষ্টা সফল হল। প্রায় ৩০ হাজার টাকা ব্যয়ে ৩২০ লিটারের একটি ফ্রীজ তাঁরা কিনে রেলওয়ে ওভার ব্রিজের গোপন বাবার মাজার এলাকায় স্থাপন করেছেন। উদ্বৃত্ত খাবার এখানে থাকবে। প্রয়োজন মত যে কেউ এখান থেকে খাবার পাবেন বিনামূল্যেই। তিনি জানিয়েছেন, যাঁদের খাবার উদ্বৃত্ত তাঁদের কাছে আবেদন রাখা হয়েছে খাবার ফেলে দিয়ে বা নষ্ট না করে এই ফুড ব্যাঙ্কে রেখে যান। যাঁরা অভুক্ত তাঁদের উপকারে লাগুক।

Like Us On Facebook