ফাইল চিত্র

নববর্ষের প্রথম দিনে কেন্দ্রীয় মন্ত্রী তথা আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় টুইট করে জানিয়েছিলেন ৭-৮ জানুয়ারির মধ্যে দুর্গাপুর-আসানসোলবাসীদের একটা সুখবর দেব। বাবুল সুপ্রিয়র সেই টুইটের সুখবর খুব শীঘ্রই বাস্তবায়িত হতে চলেছে। সপ্তাহের চার দিন অণ্ডাল-দিল্লি রুটে উল্লেখযোগ্য সাফল্য আসার পর এবার অণ্ডাল-চেন্নাই ভায়া হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু রুটে বিমান উড়তে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় বিমান পরিবহণ দফতরের মন্ত্রী জয়ন্ত সিনহার সঙ্গে একাধিকবার বৈঠক করে অণ্ডাল থেকে দক্ষিণের বিমান চলাচলের গুরুত্ব বুঝিয়ে বলার পর ওই রুটে বিমান চালানোর চুড়ান্ত সিদ্ধান্ত হয় বলে জানা গেছে।

অণ্ডাল-চেন্নাই উড়ান চালু হলে দুর্গাপুর, আসানসোল সহ পার্শ্ববর্তী জেলার মানুষ সহজেই দক্ষিণের বিভিন্ন রাজ্যে চিকিৎসা পরিষেবা নিতে যাওয়া ছাড়াও বাণিজ্যিক কাজে যাতায়াতের জন্য শিল্পাঞ্চলের বণিক মহলও উপকৃত হবেন। অণ্ডাল-দিল্লী রুটে সাফল্যের পর কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় উদোগী হয়ে শিল্পাঞ্চলের মানুষের স্বার্থে অণ্ডাল-চেন্নাই ভায়া হায়দ্রাবাদ বা বেঙ্গালুরু রুটে বিমান পরিষেবা চালু করতে উদ্যোগী হওয়ায় শিল্পাঞ্চলের বণিক মহল সহ সমাজের সমস্ত স্তরের মানুষ বাবুলের এই উদ্যোগকে সাধুবাদ জানান। এদিকে অণ্ডাল-চেন্নাই উড়ান চালু করার বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন বিমান সংস্থা আগ্রহ দেখিয়েছে বলে জানা গেছে। জানা গেছে, অণ্ডাল-চেন্নাই রুটে কোন বিমান সংস্থা বিমান পরিষেবা দেবে সেই বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী ১০ জানুয়ারি। এদিকে অণ্ডাল-দিল্লি রুটে এখন সপ্তাহে চারদিন বিমান চলাচল করে। জামুড়িয়া চেম্বার অফ কমার্স অণ্ডাল-দিল্লি রুটে সপ্তাহে চার দিনের বদলে সাত দিন বিমান পরিষেবা চালু করার দাবি জানিয়েছে বলে জানা গেছে।

ফাইল চিত্র
Like Us On Facebook