সরকারি নিষেধ অমান্য করে দিনের পর দিন নদীর বুক থেকে বালি তোলা এবং নদী পারাপারের সেতুর ৩০০ মিটারের মধ্যে যথেচ্ছভাবে বালি তোলার ঘটনায় বুধবার সকালে জেলা প্রশাসন বর্ধমানের সদরঘাট থেকে আটক করল ৫টি বালি তোলার নৌকাকে। এই ঘটনায় বালিঘাটের ইজারা পাওয়া ব্যাক্তি যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে এফআইআর সহ লিজ বাতিল করা হবে বলে জানিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। উল্লেখ্য, আগামী জুন মাস থেকে বালি তোলা জনিত বর্ষাকালীন নিষেধাজ্ঞা জারি হতে চলেছে। পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, নদীর বুক থেকে বালি তোলা একেবারেই নিষিদ্ধ। এছাড়াও বর্তমানে বর্ধমানের দামোদর, অজয় এবং ভাগীরথী নদী থেকে বালি তোলা সংক্রান্ত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশিকাও রয়েছে। সম্প্রতি গ্লোবাল টেণ্ডারের মাধ্যমে দামোদরে বালি তোলার জন্য লিজও দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের কাছে অভিযোগ আসছিল, সরকারি নিয়মকে লঙ্ঘন করে নদীর বুক থেকে বালি তোলা হচ্ছে। বিশেষত, বর্ধমান জেলার সঙ্গে বাঁকুড়া ও হুগলী জেলার যোগাযোগকারী গুরুত্বপূর্ণ কৃষক সেতুর পাদদেশ থেকে যথেচ্ছভাবে বালি তোলা হচ্ছে। তিনি জানিয়েছেন, এব্যাপারে বারবার নিষেধাজ্ঞাও জারী করা হয়। এমনকি কৃষক সেতুর পিলারের কাছ থেকে এইভাবে বালি তোলায় প্রায় ২ হাজার কোটি টাকার সেতুও ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে। বারবার এব্যাপারে দক্ষিণ দামোদর এলাকার মানুষ জেলা প্রশাসনের কাছে এই বালি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন। কার্যত, এই সমস্ত অভিযোগের পরিপ্রেক্ষিতেই আচমকাই হানা দিয়ে বুধবার হাতেনাতে ধরা পড়ল ৫ টি নৌকা।

Like Us On Facebook