তিন সপ্তাহ আগে চুরি যাওয়া বাইক উদ্ধার হল পুকুর থেকে। ঘটনাটি বুদবুদ থানার সুকডাল এলাকার। মঙ্গলবার জেলেরা পুকুরে জাল ফেলে মাছ ধরার সময় জালে বাইকটি আটকে গেলে সেটিকে উদ্ধার করে তুলে দেওয়া হয় বুদবুদ থানার পুলিশের হাতে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বুদবুদের সুকডাল এলাকার একটি পুকুরে জেলেরা মাছ ধরার জন্য জাল ফেলেছিল। জাল টানতে গিয়ে জেলেরা বুঝতে পারেন জালে ভারী কিছু একটা আটকেছে। টানাটানি করেও জাল তুলতে না পেরে জেলেরা জলে নেমে দেখেন বড়সড় কিছু একটা জিনস জালে আটকেছে। এরপর বেশ কয়েকজন স্থানীয় লোকজনকে নিয়ে দড়ি বেঁধে সেটিকে টেনে পাড়ে তুললে দেখা যায় ওটি এলাকারই বাসিন্দা লাল্টু গুপ্তার চুরি যাওয়া বাইক। জানা গেছে, প্রায় তিন সপ্তাহ আগে সুকডাল এলাকার বাসিন্দা লাল্টু গুপ্তার বাইকটি খোয়া যায়। এরপর লাল্টু গুপ্তা বুদবুদ থানায় অভিযোগ দায়ের করেন। এদিন বাইকটিকে উদ্ধার করে স্থানীয়রা সেটিকে বুদবুদ থানার পুলিশের হাতে তুলে দেন। পুলিশ উপযুক্ত প্রমাণ নিয়ে বাইকটিকে মালিকের হাতে তুলে দেয়।

Like Us On Facebook