পশ্চিম বর্ধমান জেলার কাজোড়া এরিয়ার হরিশপুর খোলামুখ খনিতে খনি গহ্বর থেকে‌ গত প্রায় এক সপ্তাহ ধরে আগুন বের হচ্ছে। এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়ায়।

আগুনের কালো ধোঁয়ায় স্থানীয় একটি প্রাইমারি স্কুলের ছেলে-মেয়েদের মধ‍্যে শ্বাস কষ্ট হচ্ছে বলে অভিযোগ স্কুলের শিক্ষিকা অর্চনা মুখার্জির। এই খনিটির কয়লা উত্তোলনের পর বর্ষার জল খনি গহ্বরে ঢুকে যাওয়ার ফলে আগুন ধরেছে বলে দাবি ইসিএল কর্তৃপক্ষের এক আধিকারিকের। গত পাঁচ দিন ধরে খোলামুখ খনি থেকে আগুন বের হচ্ছে অথচ ইসিএল কর্তৃপক্ষ কেন উদাসীন সেই প্রশ্ন এড়িয়ে যান ওই আধিকারিক।

Like Us On Facebook