বৃহস্পতিবার ভোরে বর্ধমান শহরের কুণ্ডুপুকুর এলাকায় প্ল্যাস্টিক, কাগজ সহ পুরানো ভাঙাচোরা জিনিসপত্রের মজুত গোডাউন ভয়াবহ আগুনে ভস্মীভূত হল। ঘটনাস্থলে আসে দমকলের তিনটি ইঞ্জিন। আগুনে গোডাউনটি সম্পূর্ণ ভস্মীভূত হওয়ার পাশাপাশি আশেপাশের তিনটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রথমে গোডাউনের সামনে দাঁড়িয়ে থাকা একটি ছোট গাড়িতে আগুন ধরে। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দাহ্য পদার্থ মজুত রাখা গোডাউনে। পুজোর জন্য তৈরি গেট ও রাস্তায় দাঁড় করিয়ে রাখা বিভিন্ন যানবাহনের জন্য দমকলের গাড়ি ঢুকতে বেগ পায়। দমকলের তিনটি ইঞ্জিন টানা জল দিয়ে প্রায় ঘন্টা চারেকের চেষ্টায় গোডাউনের আগুনকে নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পাশের তিনটি বাড়িরও ব্যাপক ক্ষতি হয়ে যায়। জানালা, খাট, বিছানা সহ ঘরের বিভিন্ন সামগ্রীতে আগুন ধরে যায়। পুড়ে যায় বাড়ির ছাদে থাকা জলের ট্যাঙ্ক, এসি মেশিন। আগুনের প্রচণ্ড তাপে দেওয়াল ও ছাদের বিভিন্ন জায়গায় ফাটল ধরেছে বাড়িগুলির।

স্থানীয়দের অভিযোগ, সেখ আমির নামে এক ব্যক্তির গোডাউন ছিল এটি। প্রতিদিনই গোডাউনের সামনে রাস্তা আটকে গাড়ি দাঁড় করিয়ে রাখা হয়। পুরানো কাগজ, প্লাস্টিক গোডাউনে প্রচুর পরিমাণে মজুত থাকায় আগুনকে আয়ত্বে আনতে চরম বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুনের লেলিহান শিখায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আতঙ্কে বাড়ি থেকে বের হয়ে পড়েন।ধোঁয়ায় গোটা এলাকা কার্যত ঢেকে যায়। দমকল কর্মীদের পাশাপাশি স্থানীয় মানুষজনও আগুন নেভানোর কাজ হাত লাগান।





Like Us On Facebook