ইসিএলের পড়াশকোল কোলিয়ারির ১ ও ৬ নং পিটে মঙ্গলবার রাত থেকে হঠাৎ করে আগুন বের হতে দেখে খনির শ্রমিকরা উৎপাদনের কাজ বন্ধ করে দিয়ে কোলিয়ারির উপরে উঠে আসেন। খনি গহ্বরে আগুন লাগার কারণ জানা যায় নি ‌এখনও পর্যন্ত।

শ্রমিকদের অনুমান খনি গহ্বর থেকে কয়লা উত্তোলন করে পর্যাপ্ত বালি ফিলিং না করায় এই বিপত্তি। তাছাড়া প্রচুর অবৈধ খনি মুখ দিয়ে খনি গহ্বরে প্রচুর বাতাস ঢুকে পড়ায় খনি গহ্বরে আগুন লাগার অন‍্যতম কারণ বলে মনে করছেন শ্রমিকরা। ইসিএল কর্তৃপক্ষের নজরদারির অভাবে ইসিএলের এক শ্রেণির আধিকারিক অসাধু চক্রের সঙ্গে হাত মিলিয়ে ইসিএলের ব‍্যাপক ক্ষতি করছে বলে অভিযোগ করেন পড়াশকোল কোলিয়ারির শ্রমিকরা। জানা গেছে, এই কোলিয়ারিতে প্রায় ৬০০ শ্রমিক রয়েছে। দৈনিক প্রায় ৩০০ টন কয়লা উৎপাদন হয়। ধানবাদ থেকে খনি বিশেষজ্ঞদের একটি দল এসে খনির আগুন নেভানোর চেষ্টা করছেন বলে জানা গেছে।

Like Us On Facebook