নামী একটি চালের ব্র্যান্ডের প্যাকেট নকল করে কেরালায় কম গুণমানের চাল পাঠানোর অভিযোগে মঙ্গলবার পূর্ব বর্ধমানের রায়না থেকে স্থানীয় পুলিশের সহযোগিতায় এক যুবককে গ্রেফতার করল কেরলের ভডোকরা থানার পুলিশ। ধৃতের নাম কিরণ মল্লিক(২০)। বাড়ি রায়না থানার শ্যামসুন্দরের বহরমপুরে।

কেরল পুলিশ সুত্রে জানা গেছে, কেরলের একটি নামী চালের ব্র্যান্ডের প্যাকেট নকল করে তার মধ্যে বর্ধমান থেকে কম গুণমানের চাল পাচার করা হচ্ছিল। কেরলের ওই কোম্পানীর এক ডিস্ট্রিবিউটরের অভিযোগ পেয়ে তদন্তে নামে কেরল পুলিশ। এরপরই কেরল পুলিশের তিন প্রতিনিধি রায়নায় এসে স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে রায়না থেকে গ্রেফতার করে কিরণ মল্লিককে। যদিও কেরল পুলিশের দাবি, এই কারবারে একাধিক ব্যক্তি জড়িত। তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। যদিও তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম জানাতে চাননি তদন্তকারী পুলিশ অফিসাররা। এদিন কেরল পুলিশের আধিকারিকরা ধৃতকে ট্র্যানজিট রিমান্ডে নেওয়ার জন্য বর্ধমান আদালতে আবেদন করে। বিচারক চার দিনের ট্র্যানজিট রিমান্ড মঞ্জুর করেন।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook