জামালপুরের বিভিন্ন এলাকায় একটি কোম্পানির নকল ওষুধ বিক্রির অভিযোগ উঠেছে। একটি চক্র নকল ওষুধ বিক্রির সঙ্গে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। কয়েকদিন আগে পুলিশ জামালপুরের আঝাপুর থেকে প্রচুর নকল ওষুধ বাজেয়াপ্ত করে। ওই চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

জানা গেছে, কিছুদিন আগে একটি নামি ওষুধ কোম্পানির কর্তাদের কাছে খবর আসে, পূর্ব বর্ধমানের বিভিন্ন এলাকায় তাঁদের কোম্পানির জাল ওষুধ বিক্রি হচ্ছে। খোঁজখবর নিয়ে তাঁরা জানতে পারেন, জামালপুরের কয়েকটি দোকানে কোম্পানির জাল ওষুধ বিক্রি হচ্ছে। এরপর ওই কোম্পানির আধিকারিকরা জেলা দুর্নীতিদমন শাখার সঙ্গে যৌথভাবে তল্লাশিতে যান জামালপুর। তাঁদের উপস্থিতি টের পেয়ে জামালপুরের আঝাপুর বাসস্ট্যান্ডের কাছে এক ব্যক্তি দু’বস্তা জাল ওষুধ ফেলে চম্পট দেয়। কোম্পানির পক্ষ থেকে জামালপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্ত শুরু করেছে দুর্নীতিদমন শাখা।

Like Us On Facebook