এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা পুলিশের নজরদারিতে নয় এক বেসরকারি গোয়েন্দা সংস্থার আতস কাঁচে দুটি বিখ্যাত ওষুধ প্রস্তুতকারী সংস্থার নামে নকল ওষুধ তৈরির কারখানার হদিশ পাওয়া গেল দুর্গাপুরের ফরিদপুরে। বৃহস্পতিবার ওই বেসরকারি গোয়েন্দা সংস্থার অভিযোগের ভিত্তিতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক সোমা বোসের নেতৃত্বে ফরিদপুরের শান্তি ভবন নামের একটি বাড়িতে অভিযান চালিয়ে বিখ্যাত সব ওষুধ প্রস্তুতকারী কোম্পানীর ভুয়ো লেবেল লাগানো প্রায় ১৫ লাখ টাকার ইনজেকশন, ইনজেকশন প্রস্ততের সরঞ্জাম, শিশি, ছিপি সহ জামশেদ খান নামে এক ব্যক্তিকে আটক করা হয়। জানা গেছে, ধৃত জামশেদ রাতের অন্ধকারে এসে ওই বাড়িতে নকল ইনজেকশন তৈরি করে তা প্যাকেটজাত করত। পুলিশ চক্রের অন্য পান্ডাদের খোঁজ শুরু করেছে।

অনুসন্ধান ইনভেষ্টিগেশন এন্ড সিকিউরিটি প্রাইভেট লিমিটেড নামে বেসরকারি গোয়েন্দা সংস্থার আধিকারিক দীলিপ সিং বলেন, কয়েক মাস ধরে নজরদারি চালিয়ে নিশ্চিত হয়ে নকল ওষুধ তৈরির কারখানার হদিশ পাওয়া গেল দুর্গাপুরের ফরিদপুরে। এখানে অ্যালকেম ও ফাইজার কোম্পানীর নামে ভুয়ো ইনজেকশন তৈর হত। আসল ইনজেকশনের দাম ৪৫০-৫০০টাকা। এই নকল কারখানার ওষুধের দাম মাত্র ১০০-১৫০টাকা। স্বাভাবিক ভাবেই দোকানদাররা মুনাফার লোভে এই নকল ইনজেকশন বিক্রিতে আকৃষ্ট হত। দিলীপবাবু বলেন খোঁজ খবর শুরু হয়েছে এই চক্রের সঙ্গে আর কোন ডিস্ট্রিবিউটর বা দোকানদার জড়িত রয়েছে কিনা।



Like Us On Facebook