গ্রাহক বিক্ষোভে দুর্গাপুরে বড়সড় এক প্রতারণা চক্রের হদিশ পেল পুলিশ। ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম ভাঁড়িয়ে গ্রাহকদের সঙ্গে আর্থিক প্রতারণা করার অভিযোগে দুর্গাপুরে ঝান্ডাবাগে গ্রাহক বিক্ষোভের পর একটি ভুয়ো ব্যাঙ্ক বুধবার সিল করে দিল দুর্গাপুর থানার পুলিশ। গ্রাহকদের অভিযোগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে গত কয়েক মাস ধরে নিয়মিত টাকা জমা নিচ্ছিল এই ভুয়ো ব্যাঙ্কের আধিকারিকরা। টাকা তুলতে গেলে নানান অছিলায় টাকা তুলতে বাধা দেওয়া হত।

বুধবার গ্রাহকদের সন্দেহ হওয়ায় ব্যাঙ্কের দুই কর্মীকে ঘেরাও করে পুলিশে খবর দেন গ্রাহকরা। পুলিশ এসে ব্যাঙ্কটি সিল করে দেয় এবং দুই কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

ব্যাঙ্কের গ্রাহক অর্পণা সরকার, মঞ্জুদেবী বার্ণওয়াল এবং পূর্ণিমা অধিকারিদের অভিযোগ, আমরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নাম দেখে এখানে টাকা জমা করেছি। কিন্তু প্রয়োজনে টাকা তুলতে পারছি না। টাকা তুলতে গেলে ব্যাঙ্ক আধিকারিকরা আমাদের বাধা দিচ্ছেন। সন্দেহ হওয়ায় আজ আমরা পুলিশে খবর দিই।

গ্রাহকদের অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নামে ভুয়ো চক্রটি গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছিল। জানা গেছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। মূল পান্ডারা পলাতক।

Like Us On Facebook