হোমিওপ্যাথি ওষুধ খেয়ে জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন মনিরুল হক। ইনসেটে মৃত অরুণ রুইদাস।

নেশার জন্য অতিরিক্ত মাত্রায় হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মৃত দুই, অসুস্থ দুই। পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা। গ্রেফতার করা হয়েছে হোমিওপ্যাথি ডাক্তার রাজকুমার ঘোষ এবং বংশী পন্ডিত নামে আর এক অভিযুক্তকে। মৃত দুজনের নাম অরুণ রুইদাস ও ইমদাদুল সেখ। অরুণ জামালপুর সাহাপুরের বাসিন্দা, ইমদাদুলের বাড়ি বীরভূমের নলহাটিতে। মৃত ও অসুস্থরা রাজমিস্ত্রির কাজে যুক্ত ছিলেন।

জানা গেছে, জামালপুরের সাহাপুরের বাসিন্দা বংশী পন্ডিত স্থানীয় হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে তিন বোতল হোমিওপ্যাথি ওষুধ কেনে। ১২ জন মিলে দু বোতল ওষুধ আগেই খেয়ে নেন তাঁরা। সোমবার সন্ধ্যায় চারজন মিলে বাকি এক বোতল ওষুধ খান। এরপরই তাঁরা অসুস্থ হয়ে পড়েন। মদ খেয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে সন্দেহ হয় স্থানীয়দের। বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অরুণ ও ইমদাদুলের মৃত্যু হয়। মনিরুল হক জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার তদন্তে নেমে বংশীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। জেরায় অন্য ধরণের নেশার জন্য হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার কথা স্বীকার করেন বংশী বলে দাবি পুলিশের। পরে তাঁর দেওয়া বয়ান অনুযায়ী অভিযুক্ত ডাক্তার রাজকুমার ঘোষকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁদের গ্রেফতার করা হয়। বাজেয়াপ্ত হয়েছে ওষুধের বোতল। যদিও মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্তের পরই জানা যাবে বলে জানায় পুলিশ।

Like Us On Facebook