বেনারস থেকে জাতীয় সড়ক ধরে সোমবার আসানসোলে হাজির হল ৩টি উট ও উটের মালিকরা। উদ্দেশ্য গ্রামে-গঞ্জে ঘুরে কচি-কাঁচাদের উটের পিঠে সওয়ারি করিয়ে কিছু রোজগার।

পুরী-দিঘার সৈকতে গিয়ে অনেকেই উটের পিঠে চড়েছেন। এবার গ্রামে-গঞ্জে মানুষকে উটের পিঠে চড়ার আনন্দ দিতে উট নিয়ে হাজির উটের মালিকরা। আগে হাতি নিয়ে আসতেন তাঁরা। হাতির নানান হ্যাপা থাকায় এখন উট নিয়ে হাজির হয়েছেন রোজগারের আশায়। বেনারস থেকে বেড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাঁরা মানুষকে উটের পিঠে চড়িয়ে আনন্দ দেওয়ার বিনিময়ে কিছু রোজগারও করছেন। জানা গেছে, উটে চড়ার জন্য তাঁরা ১০ থেকে ২০ টাকা নিচ্ছেন। এইভাবে কোনদিন ৫০০-৬০০ টাকা আবার কোনদিন ১০০-১৫০ টাকা রোজগার হচ্ছে উট পিছু। এদিন পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সীমানার ডুবুরডিহি চেকপোস্ট হয়ে আসানসোলে আসে উটগুলি। জাতীয় সড়কে উট দেখে পথ চলতি মানুষকে দেখা গেল উটের সঙ্গে সেলফি নিতে।

Like Us On Facebook