শুক্রবার পূর্ব বর্ধমানে ‘একতাই সম্প্রীতি’ অনুষ্ঠানের সূচনা হল গলসি হাইস্কুল মাঠে। উপস্থিত ছিলেন জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব, সভাধিপতি শম্পা ধাড়া, সহ-সভাধিপতি দেবু টুডু, মহকুমাশাসক পুষ্পেন্দু সরকার, গলসির বিধায়ক অলোক মাজি। এদিন বিজয়ী পুজো কমিটিগুলির হাতে বিশ্ববাংলা শারদ সম্মান-২০১৮ পুরস্কার প্রদান করা হয়।

এদিন গলসি হাইস্কুল মাঠে সৌহার্দ্য, সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে একতাই সম্প্রীতি অনুষ্ঠানের সূচনা করেন পূর্ব বর্ধমান জেলার সভাধিপতি শম্পা ধাড়া। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সভাধিপতি শম্পা ধাড়া বলেন, মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের জেলায় উন্নয়নের ভাল কাজ হয়েছে। কোথাও কোন ত্রুটি আছে কিনা তা জানতে আমরা উন্নয়ন যাত্রা করছি। পূর্ব বর্ধমান জেলার সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, কিছু মানুষ জাতপাতের নামে বাংলায় অশান্তি ছড়াচ্ছে। বাংলার সম্প্রীতি ধ্বংস করার প্রচেষ্টা সফল হবে না। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে জেলার বিজয়ী দুর্গাপুজো কমিটিগুলিকে বিশ্ব বাংলা শারদ সম্মান-২০১৮ পুরস্কার তুলে দেওয়া হয়।




Like Us On Facebook