.

চলতি মরসুমে রবি চাষের জন্য ৩০ ডিসেম্বর এবং বোরো চাষের জন্য ৩০ জানুয়ারি থেকে জল দেওয়া হবে। রবি ও বোরো চাষের জন্য জল দেওয়ার বিষয়ে বৃহস্পতিবার বর্ধমান জেলা পরিষদে একটি বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সেচ স্থায়ী সমিতি, কৃষি ও সেচ দপ্তরের কর্তারা। পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু বলেন, রবি ও বোরো চাষের জন্য পর্যাপ্ত জল দেওয়া হবে বলে জানিয়েছে ডিভিসি। বোরো চাষে গত বছরের থেকে বেশি জল দেওয়া হবে বলে জানা গেছে।

Like Us On Facebook