কাশ্মীরের কার্গিল সংলগ্ন জোজিলায় ধসে আটকে পড়া দুর্গাপুরের যাত্রীরা বাড়ি ফিরেই মঙ্গলবার দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে ফুলের তোড়া দিয়ে কৃতজ্ঞতা জানালেন। মিষ্টি উপহার দিলেন মহকুমাশাসককে। লে-লাদাখ থেকে ফেরার পথে জোজিলায় ধসে অন্যান্য বহু পর্যটকদের সঙ্গে দুর্গাপুরের ২৩ জন পর্যটকের গাড়ি আটকে পড়ে। জল, খাবার না পেয়ে চরম দুশ্চিন্তায় দুই দিন আটকে ছিলেন দুর্গাপুরের পর্যটকরা।

দুর্গাপুরের পর্যটকদের আটকে পড়ার খবর সংবাদ মাধ্যমের কাছে দুর্গাপুর মহকুমা প্রশাসন পেয়ে তড়িঘড়ি জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে। জেলা প্রশাসন নবান্নের সাহায্য চায়। নবান্নের কর্মকর্তারা তৎপরতার সঙ্গে কাশ্মীরের স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়। এরফলে বিশেষ সক্রিয় হয় স্থানীয় প্রশাসন। রাস্তা পরিষ্কার হতেই দুর্গাপুরের পর্যটকদের গাড়ি দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে কাশ্মীরের স্থানীয় প্রশাসন। ফলে তাঁরা যথাসময়ে শ্রীনগর বিমান বন্দরে পৌঁছে যান। চরম সঙ্কট অতিক্রম করে ‌দুর্গাপুরের ২৩ জন পর্যটক নির্বিঘ্নে শ্রীনগর থেকে দিল্লি ফ্লাইট ধরে‌ দিল্লি পৌঁছন। তারপর দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে বাড়ি ফেরেন। মঙ্গলবার তাই দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে কৃতজ্ঞতা জানালেন বাড়ি ফেরত দুর্গাপুরের পর্যটকদের পরিবারের সদস্যরা।

Like Us On Facebook