ঘন কুয়াশার কারণে পুরী থেকে ফেরার পথে দুর্গাপুরের একটি পর্যটক বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ল শনিবার ভোররাতে। জানা গেছে বাসটিতে প্রায় ৬০ জনের মত দুর্গাপুরের পর্যটক ছিলেন। শনিবার ভোররাতে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে মেদিনীপুরের সালাজপুরের চেকপোস্টের সামনে দাঁড়িয়ে থাকা একটি বালি বোঝাই ডাম্পারের পিছনে ধাক্কা মারে বাসটি।

এই ঘটনায় বাসের পর্যটকদের মধ্যে কম-বেশি ২০ জনের মত পর্যটক আহত হন। তাঁদের বেলদা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়। এর মধ্যে কয়েকজনের চোট বেশি হওয়ায় তাঁদের মেদিনীপুর হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে। দুর্গাপুরের এক সা়ংবাদিক রাজ শেখর মুখার্জী পরিবারের সদস্যদের নিয়ে ওই বাসেই পুরী গিয়েছিলেন। তিনিও আহত হন এই বাস দুর্ঘটনায়। দুর্গাপুরে এই খবর আসতেই সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েন। রাজশেখরবাবু ভোর রাতের ঘন কুয়াশাই যে দুর্ঘটনার কারণ সে কথা জানান।

Like Us On Facebook