দুর্গাপুরের এনার্জী পার্কটি ফের বন্ধ হয়ে গেল। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি দর্শকদের মনোরঞ্জনের জন্য খুলে দেওয়া হয়। কর্মী নিয়োগকে কেন্দ্র করে কোন্দলে পার্কটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বাম আমলে এই সোলার এনার্জী পার্কটি তৎকালীন মন্ত্রী মৃণাল বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি করেছিল। এই পার্কটিতে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীর যাবতীয় ব্যবস্থা রাখা হয়। পরবর্তী সময়ে পর্যাপ্ত রক্ষণাবেক্ষনের অভাবে পার্কটি বন্ধ হয়ে যায়। পার্কটি ফের খোলার উদ্যোগ নেয় বর্তমান শাসক দল। সম্প্রতি পার্কটি চালানোর জন্য একটি বেসরকারি সংস্থাকে লিজ দেওয়া হয়। আরও উন্নত প্রযুক্তির সাহায্যে বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনী দেখানোর জন্য বেসরকারি সংস্থাটি ১ কোটি ৭৫ লক্ষ টাকা বিনিয়োগ করে ১ জানুয়ারি দর্শকদের জন্য পার্কটি খুলে দেয়। খোলার পর থেকেই কর্মী নিয়োগকে কেন্দ্র করে নানান জটিলতা তৈরি হয়। এর ফলে ওই বেসরকারি সংস্থাটি বাধ্য হয়ে পার্কটি বন্ধ করে দেয়।