মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুরের সৃজনী সভাঘরে প্রশাসনিক বৈঠকে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে যাতে কোন অসুবিধা না হয় সেই বিষয়গুলি গুরুত্ব সহকারে দেখার নির্দেশ দিয়েছিলেন পুলিশ আধিকারিদের। ১৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমাশনারেটের দুর্গাপুর পুলিশ যেকোন প্রয়োজনে মাধ্যমিক পরীক্ষার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে দুর্গাপুর মহকুমায় ২৪ ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করল।

মাধ্যমিক পরীক্ষার্থীদের‌ পরীক্ষার প্রস্ততিতে যাতে কোন ব্যাঘাত না ঘটে এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে বা পরীক্ষা শেষে বাড়ি ফিরতে কোন সমস্যা না হয় তার জন্য দুর্গাপুর পুলিশ বিশেষ উদ্যোগ নিয়েছে। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের মাঙ্গলিকে দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা দুর্গাপুরের দুই এসিপি সহ সমস্ত থানার ভারপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান। এদিন দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তা বলেন, ‘মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধার সম্মুখীন হতে না হয় তার জন্যই একটি ২৪ ঘন্টার টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।’ দুর্গাপুর পুলিশের চালু করা হেল্পলাইন নম্বরটি হল ৮১১৬৬০৪৪০০। কোন রকম অসুবিধার সন্মুখীন হলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুলিশ।

Like Us On Facebook