দুর্গাপুরের আইন কলেজের ছাত্রছাত্রীদের বিক্ষোভে শেষমেশ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন আদায়ের আশ্বাস দিল বুধবার। এদিন সকাল থেকে ঝাঁকে ঝাঁকে দুর্গাপুরের দু’টি আইন কলেজের পড়ুয়ারা আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় চত্ত্বরে জড় হয়ে বিক্ষোভে সামিল হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও নিরাপত্তারক্ষীরা বিক্ষোভরত ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক টপকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ। দুর্গাপুরের আইন কলেজের পড়ুয়ারা এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শেষমেশ কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুর্গাপুরের আইন পড়ুয়া ছাত্র-ছাত্রীদের কাছে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদন আনার ব্যাপারে পদক্ষেপ গ্রহণের লিখিত আশ্বাস দিলে বিক্ষোভরত ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ তুলে নেয়।

উল্লেখ্য, গত ১১ মার্চ দুর্গাপুরের গান্ধী মোড়ের আইন কলেজের পড়ুয়ারা কলেজটি বার কাউন্সিল অব ইন্ডিয়া অনুমোদন না পাওয়ায় অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে কলেজের গেটে বিক্ষোভে সামিল হয়। কলেজ কর্তৃপক্ষ নিজেদের গা বাঁচাতে অনুমোদনের প্রশ্নে সমস্ত দোষ কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ঘাড়ে চাপায়। বুধবার কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে আইন পড়ুয়ারা কলেজের অনুমোদন নিয়ে কথা বলতে গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে ছাত্রছাত্রীদের বিশ্ববিদ্যালয়ের ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ। পরে বিশ্ববিদ্যালয় চত্ত্বর ছাত্রছাত্রীদের বিক্ষোভে উত্তাল হলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইন পড়ুয়া ছাত্র-ছাত্রীদের দাবি মেনে নেন।

দুর্গাপুর আইন কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী শ্রেয়সী চট্টোপাধ্যায় বলেন, ‘কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ আমাদের লিখিত আশ্বাস দিয়েছেন। এটা আমাদের বিক্ষোভের নৈতিক জয়। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদনহীন এই আইন কলেজ কর্তৃপক্ষ দিনের পর দিন মোটা ফিস নিয়ে আমাদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছে। আমাদের সঙ্গে প্রতারণা করেছে। আমরা এর একটা বিহিত চাই।’

Like Us On Facebook