জার্মানির বার্লিনে অনুষ্ঠিত প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের ওয়ার্ল্ড সিরিজে রূপো জিতে দুর্গাপুরের মুখ উজ্জ্বল করল অনামিকা গড়াই। অনামিকা দুর্গাপুরের স্টিল টাউনশিপের বাসিন্দা। নবম শ্রেণির ছাত্রী। দুরারোগ্য নার্ভের রোগে আক্রান্ত অনামিকার পা দুটি অসাড় হওয়ায় হুইল চেয়ারই একমাত্র পথ চলার সঙ্গী হলেও একনিষ্ঠ অধ‍্যবসায় ও মনের জোরকে সম্বল করে আজ অনামিকা আন্তর্জাতিক প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ থেকে রূপো তুলে নিল।

জার্মানির বার্লিন শহরে ৭-১০ জুন ওয়ার্ল্ড প্যারা সুইমিংয়ের ওয়ার্ল্ড সিরিজ, আইডিএম বার্লিন ২০১৮-র আসর বসেছে। এই প্রতিযোগিতায় দুর্গাপুরের প্যারা সুইমার অনামিকা গড়াই ২০০ মিটার ফ্রি-স্টাইল ইভেন্টের এস-৪ ক্লাসে রূপো জিতে নিয়েছে। জানা গেছে, প্যারা সুইমিংয়ের ওয়ার্ল্ড সিরিজে ভালো সময় করে রূপো জিতে নেওয়ায় অনামিকা আগামী সেপ্টেম্বরে ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান প্যারা গেমসে দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। বৃহস্পতিবার এই ইভেন্টে পদক জেতে অনামিকা। এরপরেও তার আরও কয়েকটি ইভেন্ট বাকি আছে।

অনামিকার বাবা কিংশুক গড়াই গীটার বাদক। কিংশুকবাবু মেয়ের স্বপ্ন পূরণে গয়নাগাটি বিক্রি করে বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপে মেয়েকে অংশ নিতে পাঠান গত সপ্তাহে। মেয়ে রূপো জিতে এবং এশিয়ান প্যারা গেমসে অংশগ্রহণের সুযোগ করে নিয়ে বাবার মুখ রাখল। প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে মনের জোরে অনামিকার এই জয়ে দুর্গাপুরবাসীর মুখও ফের উজ্জ্বল হল।

Like Us On Facebook