দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে ৪-৬ জানুয়ারি গ্রামীণ নৃত্য-সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়। দুর্গাপুর বিধান ভবনে আয়োজিত ৩ দিন ব্যাপী এই প্রতিযোগিতা শেষ হয় শুক্রবার রাতে। দুর্গাপুরের আশপাশের প্রায় ১৫০ টি গ্রাম থেকে প্রতিযোগীরা অংশ নেয় এই প্রতিযোগিতায়। আদিবাসী রমণীদের নৃত্য ও সঙ্গীত পরিবেশন সকলের প্রশংসা কুড়িয়ে নেয়। প্রতিযোগিতার শেষে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন দুর্গাপুর ইস্পাত কারখানার সিইও অরুণ কুমার রথ। গত সাত বছর ধরে দুর্গাপুর ইস্পাত কারখানার উদ্যোগে গ্রামীণ নৃত্য-সংঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে