সময় না দিয়ে হঠাৎ মিথেন গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসার এনার্জির বিরুদ্ধে মামলা দায়ের করল দুর্গাপুর ইস্পাত কারখানা কর্তৃপক্ষ। দুর্গাপুর ইস্পাত কারখানার জনসংযোগ আধিকারিক চিন্ময় সমাজদার বলেন, ‘কারখানার উৎপাদন চালু রাখতে কারখানার কোক ওভেন গ‍্যাস দিয়েই ফার্নেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ একই ভাবে অ‍্যালয় স্টিল প্ল্যান্ট ও গ্রাফাইট কারখানার উৎপাদন অব্যাহত রাখতে এবং ফার্নেস চালু রাখতে ফার্নেস অয়েল ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

এদিকে মিথেন গ্যাস সরবরাহের অভাবে দুর্গাপুর শিল্পাঞ্চলের ছোট বড় বিভিন্ন বেসরকারি কলকারখানাগুলিতে এক দিনেই প্রভাব পড়তে শুরু করেছে। এই সব বেসরকারি কলকারখানাগুলি সহজলভ্য মিথেন গ্যাসের সঙ্কটে বিকল্প ব‍্যবস্থা না করতে পারায় উৎপাদন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে কাঁকসার একটি বেসরকারি ইস্পাত কারখানা বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। একে একে শিল্প তালুকের অন‍্যান‍্য ছোট ও মাঝারি বেসরকারি কলকারখানাগুলিও একই পথ নিতে পারে মিথেন গ্যাসের সঙ্কটে। এদিকে এসার কর্তৃপক্ষও মিথেন গ‍্যাস সরবরাহ না করার নিজেদের অবস্থানে অনড়। এই সঙ্কটময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন প্রয়োজনীয় পদক্ষেপ না নিতে পারলে পুজোর মুখে শিল্পাঞ্চল দুর্গাপুরে কর্মহীন হয়ে পড়বে কয়েক হাজার শ্রমিক।

Like Us On Facebook