দুর্গাপুরের ২১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেত্রী মুনমুন সরকার বিজেপিতে যোগ দিলেন। শনিবার দুর্গাপুরের সিটিসেন্টারে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় মুনমুনের হাতে বিজেপির পতাকা তুলে দেন। এদিন মুনমুনের সঙ্গে আরও কয়েকজন বিজেপিতে যোগ দেন। শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর দুর্গাপুরে তৃণমূলের দলীয় কোন্দল চরমে ওঠে। বিক্ষুব্ধরা নির্দলের টিকিটে তৃণমূলের বিরুদ্ধে লড়ার সিদ্ধান্ত নেন। পরে আবার মনোনয়ন পত্র তুলেও নেন বিক্ষুদ্ধরা। এর মধ্যে ২১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন কাউন্সিলর তথা বোরো চেয়ারম্যান চন্দন সাহার ঘনিষ্ঠ সহযোগী মুনমুন সরকারও ছিলেন। সেই মুনমুনই শনিবার তৃণমূলের ঘাসফুল ছেড়ে বিজেপির পদ্মফুলের নীচে আশ্রয় নিলেন। মুনমুন দলত্যাগ করলেও অনেক বিক্ষুব্ধই রয়ে গেলেন দলীয় পতাকার নীচে। ওয়াকিবহাল মহল মনে করছে, শাসকদল তৃণমূলের আইনের শাসনের কাছে বিক্ষুব্ধরা সাময়িক মাথা নত করলেও নির্বাচনে চোরা স্রোতে পড়তে হতে পারে শাসকদল তৃণমূলের প্রার্থীদের। সেই ধাক্কা কতটা সামলাতে পারবে তৃণমূল সেটাই এখন সকলের কাছে কৌতুহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Like Us On Facebook