বুধবার সন্ধ্যায় দুর্গাপুর পুরসভার বর্তমান বোর্ডের বর্ষপূর্তি ও শারদ সম্মেলন অনুষ্ঠিত হল। এদিন দুর্গাপুর পুরসভার অনেক মেয়র পারিষদ ও কাউন্সিলরকে পুরসভার বর্ষপূর্তি অনুষ্ঠানে সৃজনী পেক্ষাগৃহে এদিন দেখা গেল না। এডিডিএ বা পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অনেককেই এদিন দেখা গেল না পুরসভার বর্তমান বোর্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে।

এদিন অনুষ্ঠানের শুরুতেই দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি স্বাগত ভাষণ দেন। মেয়র বক্তব্যে রাখতে গিয়ে এদিন বলেন গত এক বছরে দুর্গাপুর পুরসভা ৭০০ টি প্রকল্পের জন্য ১০০ কোটি টাকা খরচ করেছে। মেয়র দিলীপ আগস্তি এদিন দুর্গাপুরের উন্নয়নে দুর্গাপুর পুরসভা যে আগামী দিনেও উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে অগ্রণী ভূমিকা নেবে সেই দাবি করেন। এদিন মেয়র ছাড়া মঞ্চে অন্য কাউকেই বক্তব্য রাখতে দেখা গেল না। পুরসভার বর্তমান বোর্ডের বর্ষপূর্তি অনুষ্ঠানে এদিন দুর্গাপুরের ইতিহাস সম্বলিত একটি তথ্যচিত্র দেখানো হয়। তথ্যচিত্রে দুর্গাপুরের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখা গেল না। এই অনুষ্ঠানে দুর্গাপুর পুরসভার ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি সঙ্গীত পরিবেশন করেন। পুরসভার কর্মীদের শ্রুতি নাটক উপস্থিত শ্রোতাদের মন জয় করে নেয়।


Like Us On Facebook