বিজেপির সঙ্গে টেক্কা দিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্গাপুর নগর নিগম দুর্গাপুরের ৪৩টি ওয়ার্ডে এবার মহা সমারোহে রামনবমী পালনে উদ্যোগী হল। সোমবার দুর্গাপুর নগর নিগমের ৪৩টি ওয়ার্ডের মধ্যে ১৭টি সরকার অনুমোদিত আখড়াকে রামনবমী পালনের জন্য নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেন দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি।

দুর্গাপুর নগর নিগমের কমিউনিটি হলে সোমবার এক মিটিংয়ে আখড়া কর্তাদের কার্যত ডেকে ধুমধাম সহকারে রামনবমী পালন করতে হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেওয়া হয়। এই মিটিংয়ে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ডিসিপি (পূর্ব) অভিষেক মোদী, এসিপি উমেশ গণপত খান্ডেলওয়াল সহ পুলিশের অন্যান্য আধিকারিক ও দুর্গাপুর নগর নিগমের বেশ কিছু মেয়র পারিষদ এবং কাউন্সিলর। দুর্গাপুর নগর নিগমের মেয়র দুর্গাপুরের আখড়া গুলিকে আর্থিক সাহায্য করে রামনবমী পালনের উৎসাহ দিচ্ছে শুনে বিজেপি নেতারা বলছেন, এতো দেখছি ভূতের মুখে রাম নাম। হিন্দু ভোট হারানোর ভয়ে শাসক দল তৃণমূল কংগ্রেস এবার রামের চরণে আশ্রয় নিতে বাধ্য হল বলেন, পশ্চিম বর্ধমান জেলার বিজেপি শিল্পাঞ্চল সভাপতি লক্ষ্মণ ঘরুই।

Like Us On Facebook