শুক্রবার বর্ধমানের আদর্শ বিদ্যালয় (উচ্চ মাধ্যমিক) পরিদর্শন করলেন জেলাশাসক শ্রী অনুরাগ শ্রীবাস্তব। সঙ্গে ছিলেন স্কুলের প্রশাসনিক মেন্টর তথা সর্বশিক্ষা আধিকারিক শারদ্বতি চৌধুরী। গত বছরই যামিনী রায় পুরস্কার পাওয়া এই স্কুল জেলার ক্ষেত্রে এখন দৃষ্টান্ত। ছোট ছোট বিষয় থেকে মহৎ ভাবনা, নানা ধরনের জিনিসকে কাজে লাগিয়ে তাকে দৃষ্টিদন্দন করে তোলা, দেওয়াল জুড়ে শিক্ষামূলক আঁকিবুকি, সবজি ও ফুল বাগান, গাছের মধ্যে পাখিদের জন্য তৈরী কৃত্রিম বাসা সকল বিষয়ই খতিয়ে দেখেন তিনি।

পাশাপাশি স্কুলের পঠন পাঠনের বিষয়গুলিও তিনি খতিয়ে দেখেন। খোঁজ নেন মিড ডে মিল নিয়েও। পরিদর্শন শেষে স্কুলের ভূয়সী প্রশংসা করে জেলাশাসক জানান গতবছর থেকে উত্তরণ কর্মসূচি নেওয়া হয়েছে জেলাপ্রশাসনের তরফে। স্কুল ভিত্তিক একজন করে প্রশাসনিক আধিকারিককে দায়িত্ব দেওয়া হয়েছে। সকলেই চেষ্টা করছেন। পূর্বের তুলনায় স্কুলগুলির ব্যপক মান্নোয়ন ঘটেছে। যা কোন অংশেই বেসরকারী স্কুলগুলো থেকে কম নয়।

Like Us On Facebook