সম্প্রতি বর্ধমানে এসে সরকারি দপ্তরে কর্মীদের হাজিরা নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই বর্ধমানের সেচ দপ্তরের হাজিরা নিয়ে শোকজ করা হল দপ্তরের আধিকারিককে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই জেলাশাসক সমস্ত দপ্তরে সরকারি কর্মীদের হাজিরার বিষয়টি নিয়ে নির্দেশ জারী করেন। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের পরের দিনই তিনি অভিযোগ পান সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিস থেকে। আর তারপরেই কেন হাজিরার এই বেনিয়ম চলছে তা জানতে শোকজ করা হয়েছে দপ্তরের আধিকারিককে। কর্মসংস্কৃতি ফেরাতে জেলাশাসক নির্দেশ দিয়েছেন, যে সমস্ত দপ্তরে এখনও বায়োমেট্রিক ব্যবস্থা চালু হয়নি তা দ্রুত চালু করতে হবে। এরই পাশাপাশি এখনও যে সমস্ত দপ্তরে হাজিরা খাতা রয়েছে সেখানেও কর্মীদের হাজিরার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর নির্দেশের পর জেলাশাসকের এই কড়া মনোভাবে রীতিমত আলোড়ন পড়ে গেছে বিভিন্ন দপ্তরে।

Like Us On Facebook