মোবাইল নিয়ে দুই বন্ধু শাহাজাদ আলি ও জয়রাম সিংয়ের মধ্যে বেশ কয়েকদিন ধরে মনোমালিন্য শুরু হয়। শনিবার রাতে সেই মনোমালিন্য প্রবল ঝগড়ার রূপ নিলে হঠাৎ করে জয়রাম শাহজাদের উপরে ছুরি নিয়ে চড়াও হয়। শাহজাদও পাল্টা সেই ছুরি দিয়ে জয়রামের গলায় সজোরে বসিয়ে দিলে ঘটনাস্থলেই জয়রাম মারা যায়। এই মর্মান্তিক ঘটনার কথা পড়শীরা জানতে পেরেই তৎক্ষণাৎ পুলিশে খবর দিলে পুলিশ এসে বন্ধু খুনে অভিযুক্ত শাহজাদকে গ্রেফতার করে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, জয়রাম সিং ইসিএলের সিএল জামবাদ কোলিয়ারির কর্মী। বিহারের গাজিপুরের বাসিন্দা। ইসিএল আবাসনে থাকতেন। শাহজাদ আলি জয়রাম সিংয়ের সঙ্গে একই আবাসনে দীর্ঘদিন ধরে থাকেন। সম্প্রতি শাহজাদ একটি মোবাইল কিনেছিল। জয়রাম সেই মোবাইল কোনভাবে খারাপ করে ফেলে। মোবাইল খারাপ করে দেওয়ায় জয়রামকে শাহজাদ মোবাইলের দাম চায়। সেই নিয়েই বেশকিছুদিন ধরেই দুই বন্ধুর মধ্যে সম্পর্কের অবনতি হয়। এরপরেই শনিবার রাতে এক বন্ধুর ছুরির কোপে মৃত্যু হল অপর বন্ধুর।

Like Us On Facebook