মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশনে দূরপাল্লার ট্রেনের আপেক্ষায় ঢাকিরা

মেধা বাইরে চলে যাবার কথা আগেই শোনা যেত এবার বাড়তি উপার্জন ও সম্মানের খোঁজে রাজ্যের ঢাকিদের পাশাপাশি পুরোহিতরাও ভিন রাজ্যে পারি দিচ্ছে। প্রতিদিন শয়ে শয়ে ঢাকিরা বর্ধমান, আরামবাগ, ইন্দাস, কামারপাড়া ইত্যাদি জায়গা থেকে বর্ধমান স্টেশন থেকে রাতের ট্রেনে করে ভিন রাজ্যে পারি দিচ্ছে।

শিবনাথ রুইদাস, বলেন আমরা ঢাক বাজাতে পাতিয়ালা যাচ্ছি। আমাদের দলে প্রায় ৬০ জন রয়েছি। ওখানকার পুরোহিতের মাধ্যমে যোগাযোগ হয় টেলিফোনে। এমন অনেক দল রয়েছে প্রতিবছর পাঞ্জাব, উত্তর প্রদেশ, লক্ষৌ, দিল্লি, মুম্বাই পারি দেয়। ভাল পারিশ্রমিকের আশায় বাংলার বাইরে যাচ্ছি।পারিশ্রমিকের পাশাপাশি ভাল বকশিসও পাই।

purohit-in-station
মঙ্গলবার রাতে বর্ধমান স্টেশনে দূরপাল্লার ট্রেনের আপেক্ষায় পুরোহিতরা

বিদ্যুৎ চট্টোপাধ্যায়, অভিজিৎ ব্যানার্জী বর্ধমান স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন উত্তর প্রদেশ যাবার জন্য। দু’জনই পুরোহিত বাড়ি কাঠালি কামারপুকুর। পুরোহিত বিদ্যুৎ চট্টোপাধ্যায় জানান কানপুরের শুক্লাগঞ্জে যাচ্ছি ওখানকার পুজো কমিটির ডাকে আমরা ৫-১২ অক্টোবর ওখানে থাকবো। কলকাতা থেকে ওখানে অনেক বেশি সম্মান ও ভাল পারিশ্রমিক মেলে। শুধু তাই নয়। তাদের ভালবাসা ও আতিথেয়তা খুব ভাল।