দীপক সাউ

দুর্গাপুরের বিষ্ণু থাপা খুনের মুল অভিযুক্ত দীপক সাউকে দুর্গাপুর পুলিশ জামশেদপুর থেকে গ্রেফতার করে দুর্গাপুরে নিয়ে এল। ৭ মে পিসিবিএল পার্কিং লটে পেট্রোল পাম্পের সামনে বিষ্ণু থাপাকে দীপক গুলি করে খুন করে চম্পট দেয়। বিষ্ণুর কাছে তোলা চেয়েছিল কুখ্যাত অপরাধী দীপক সাউ। বিষ্ণু তোলা না দেওয়ায় তাকে দীপকের হাতে খুন হতে হয়।

বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে দীপক খুনে স্থানীয় নেতা বিজয় শ্রীবাস্তব জড়িত বলে অভিযোগ তোলা হয়। পুলিশ তাকে সেই সময় গ্রেফতার করে। তিনমাস পর জামিনে মুক্ত হয়। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জামশেদপুর থেকে অবশেষে দীপককে শুক্রবার গ্রেফতার করে। শনিবার দীপককে পুলিশ দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে।

৭মে খুন হয় বিষ্ণু থাপা
Like Us On Facebook