চিকিৎসায় গাফিলতির অভিযোগে চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে দূর্গাপুর থানায় অভিযোগ দায়ের হল। জানা গেছে বেনাচিতির নূতন পল্লীর বাসিন্দা সুনীল চৌধুরী(৬৭) গত ৫ জানুয়ারি সিটি সেন্টারের একটি বেসরকারি নার্সিংহোমে সর্দি-কাশির উপসর্গ নিয়ে ভর্ত্তি হন। ৮ জানুয়ারি রাতে সুনীল বাবুকে একটি ইঞ্জেকসন দেওয়ার পর সুনীলবাবু আরও অসুস্থ হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ। এর পরই সুনীলবাবু মারা যান। এই ঘটনায় পরিবারের লোকজন রবিবার রাত্রে নার্সিংহোমে বিক্ষোভ দেখান এবং দুর্গাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুনীলবাবুর ছেলে তোতন চৌধুরীর অভিযোগ চিকিৎসার গাফিলতিতেই বাবার অকাল মৃত্যু ঘটল। দোষী চিকিৎসক ও নার্সিংহোম কর্তৃপক্ষের শাস্তির দাবি জানান সুনীলবাবুর পরিবার।