চলছে জীবনের প্রথম বড় পরীক্ষা। মঙ্গলবার, প্রথম দিনের পরীক্ষা ভালই হয়েছিল। দ্বিতীয় দিনে ছিল ইংরেজি পরীক্ষা। তার আগেই মঙ্গলবার সন্ধ্যায় মাথায় আকাশ ভেঙে পড়ল। পথ দুর্ঘটনায় মৃত্যু হল বাবার। বাবার দেহ মর্গে। কিন্তু চোখের জল মুছে, মনকে শক্ত করে বাবার ইচ্ছাপূরণে মেয়ে বসল মাধ্যমিকে।

মঙ্গলবার সন্ধ্যায় ২ নম্বর জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় গলসি সারদা বিদ্যাপীঠের ছাত্রী দয়ালপুরের সালমা খাতুনের বাবা শেখ আয়নালের। কাজ সেরে বাড়ি ফেরার পথে পেশায় কলমিস্ত্রী শেখ আয়নালের মৃত্যু হয়। বাবার মৃত্যুর পরেও ভেঙে পড়েনি কিশোরী সালমা। চোখের জল মুছে বাবার স্বপ্নপূরণের লক্ষ্যেই আজ মাধ্যমিকে বসে সালমা। সালমার দাবি, আজ ইংরেজী পরীক্ষা ভালই হয়েছে। বাবার ইচ্ছা ছিল পরিবারের একমাত্র মেয়ে হিসাবে সে যেন মাধ্যমিক পরীক্ষা দিয়ে জীবনে আরও বড় হয়। তাই বাবার মৃত্যুর পরও বাবার সেই স্বপ্নপূরণের জন্যই সে আজ পরীক্ষায় বসেছে বলে জানিয়েছে সালমা। এদিন পরীক্ষা শেষ হতেই বাবার শেষকৃত্যে পৌঁছায় সালমা।

Like Us On Facebook