‘বিহান নৃত্য সেনা’র উদ‍্যোগে দশ দিন ব্যাপী রবীন্দ্র নৃত‍্যের এক কর্মশালা শেষ হল পানাগড় বাজারে। এই কর্মশালা শুরু হয় ২৫ আগস্ট। আজ, রবিবার শেষ হল এই নৃত্য কর্মশালা। ১৭০ জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় প্রশিক্ষণ নেয়। বিশ্বভারতীর প্রাক্তনী সুমনা চৌধুরী এই কর্মশালায় প্রশিক্ষণ দেন।

বিহান নিত্য সেনার অধ্যক্ষ সুপ্রিয় সরকার বলেন, ‘আজ থেকে ২৮ বছর আগে পানাগড়ে গুটি কতক কচিকাঁচাদের নিয়ে পথ চলা শুরু করে বিহান নিত্য সেনা। বর্তমানে জেলায় চারটি শাখা বিস্তার করে রাজ্যে এবং রাজ্যের বাইরে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিহান নিত্য সেনা মণিপুরি, রবীন্দ্র নৃত্য ও ওড়িশি নৃত্যের উপর প্রচুর অনুষ্ঠান করে চলেছে। দশদিনের এই কর্মশালায় রবীন্দ্র নৃত‍্যের নতুন কৃতকৌশল শিখতে পেরে ছাত্র-ছাত্রীরা খুশির কথা জানায়।

Like Us On Facebook