sdico-durgapurপশ্চিমবঙ্গ রাজ্য সংগীত আকাদেমির উদ্যোগে দুর্গাপুরের বিধান ভবনে তিনদিন ব্যপি সংগীত ও নৃত্যের কর্মশালা শুরু হবে মঙ্গলবার। ৮-১০ নভেম্বর তিনদিনের এই কর্মশালায় সংগীত ও নৃত্যের প্রখ্যাত প্রশিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নাচ ও গান শেখাবেন। দুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তর সূত্রে জানা গেছে এই কর্মশালায় প্রখ্যাত সংগীত শিল্পী নুপুরছন্দা ঘোষ ও নৃত্যে কোহিনুর সেন বরাট ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেবেন।

nupur-chanda-ghoshkohonoor-sen-baratদুর্গাপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক শান্তনু চক্রবর্ত্তী বর্ধমান ডট কম কে বলেন,”আমরা বর্ধমান ছাড়াও বাঁকুড়া, মেদনিপুর ও হুগলী জেলার ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রচুর সাড়া পাচ্ছি। তিনদিন ধরে চলবে এই কর্মশালা। প্রখ্যাত শিল্পীরা ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেবেন। প্রশিক্ষণ শেষে ছাত্র-ছাত্রীদের শংসাপত্র দেওয়া হবে। আগামীদিনে আশা করছি সংস্কৃতি মনস্ক ছাত্র-ছাত্রীদের মধ্যে এর প্রভাব পড়বে।”