সিএসআইআর-সিএমইআরআই দুটি জাতীয় স্তরের পুরস্কার পেল। সম্প্রতি সিএসআইআর-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সিএসআইআর-সিএমইআরআই-এর বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুরের সিএমইআরআই-এর বিশিষ্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ, প্রসেনজিৎ দাস ও সংস্থার ডিরেক্টর প্রফেসার হরিশ হিরানিকে নতুন উদ্ভাবনের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরস্কৃত করেন।

সিএমইআরআই সুত্রে জানা গেছে, বিশিষ্ট বিজ্ঞানী ড: বিশ্বজিৎ রুজ-এর নেতৃত্বে অতিরিক্ত আয়রন যুক্ত ভূগর্ভস্থ পানীয় জলকে কোন রক্ষণাবেক্ষণ খরচ ছাড়াই প্রতি লিটারে মাত্র ১পয়সা খরচে কিভাবে পানীয় যোগ‍্য করা যায় সেই কৃতকৌশল আবিষ্কার করেন সিএসআইআর-সিএমইআরআই-এর বিজ্ঞানীরা। এই অসামান্য উদ্ভাবনের জন্য সিএসআইআর-সিএমইআরআই ‘টেকনোলজি অ্যাওয়ার্ড ২০১৭’ পুরস্কার পায়।

এছাড়াও সিএসআইআর-সিএমইআরআই-এর তরুণ বিজ্ঞানী প্রসেনজিৎ দাসের হাতে ‘ইয়ং সায়েন্টিস্ট ২০১৭’ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএসআইআর-সিএমইআরআই-এর কোন বিজ্ঞানী এই প্রথম এই পুরস্কার পেলেন। ড: প্রসেনজিৎ দাস টুথ কালারড ডেন্টাল ব‍্রাকেট উদ্ভাবনের জন্য এই পুরস্কার পান। ড: দাসের আবিস্কৃত সেরামিক ডেন্টাল ব্রাকেট প্রচলিত ব্রাকেটের থেকে উন্নত মানের এবং মানুষের দাঁতের মতই রঙ হওয়ায় বাঁকাচোরা দাঁত সোজা করার অর্থোডন্টিকস চিকিৎসার জন্য এটি একটি অসামান্য আবিষ্কার।

Like Us On Facebook