দামোদর পূর্ণ হওয়ার পর সোমবার ফ্লোটিং লকগেট বসানোর পর অর্জুনপুর পম্পিং স্টেশন থেকে অল্প অল্প জল সরবরাহ চালু করা হয়। সোমবার দুপুরের মধ্যেই দুর্গাপুর স্টেশন সংলগ্ন বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ ধীরে ধীরে শুরু হয়ে যায়। অর্জুনপুর পাম্পিং স্টেশনে ব্যারেজ থেকে আসা জলের পরিমাপ এদিন বাড়তে থাকার সঙ্গে সঙ্গে পানীয় জল সরবরাহের খবর গোটা দুর্গাপুর জুড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে থাকে।

যদিও দুর্গাপুর স্টেশন সংলগ্ন কিছু এলাকা ছাড়া দুর্গাপুর নগর নিগমের অন্যান্য এলাকায় এদিন পাইপ লাইনের মাধ্যমে পানীয় জল সরবরাহ করতে পারেনি দুর্গাপুর নগর নিগম। সোমবারও দুর্গাপুর নগর নিগম থেকে পাঠানো ট্যাঙ্কের জলই ভরসা ছিল আপামর দুর্গাপুরবাসীর। দুর্গাপুর নগর নিগমের কমিশনার অমিতাভ দাস জানান, বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহ শুরু হয়েছে। দুর্গাপুরবাসী মঙ্গলবার সকাল থেকে আগের মতোই স্বাভাবিক পানীয় জল পাবেন।

Like Us On Facebook