শান্ত স্বভাবের ষাঁড়টি হঠাৎই উগ্র হয়ে উঠেছিল গত কয়েকদিন ধরে। পাগল ষাঁড়ের পাগলামিতে অতিষ্ঠ এলাকাবাসী। ঘটনাটি আসানসোলের ৮৫ নম্বর ওয়ার্ডের মহিশীলা কলোনীর খেজুরতলা এলাকার। শেষমেশ এক দমকল কর্মী ও স্থানীয় যুবকদের তৎপরতায় কব্জা করা গেল দামাল ষাঁড়টিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আসানসোলের মহিশীলা এলাকায় সাদা ষাঁড়টি সকলেরই পরিচিত। এমনিতে শান্ত স্বভাবের ষাঁড়টি গত দুদিন ধরে উগ্র হয়ে উঠেছিল। রাস্তায় লোক দেখলেই তাড়া করেছিল দামাল ষাঁড়টি। গত ২-৩ দিনে ষাঁড়ের হামলার শিকার হয়েছেন বেশ কয়েকজন পথচারী। ষাঁড়ের খ্যাপামির জেরে স্থানীয় মানুষজন রাস্তায় বের হতে পারছিলেন না। দোকান-পাট খুলতে সমস্যার পাশাপাশি এলাকায় বাজার বসতেও অসুবিধা হচ্ছিল৷ স্থানীয় মানুষজন পুলিশ, বনদফতর ও দমকল বিভাগে জানালেও কোন সুরাহা হয়নি। শেষমেশ শুক্রবার স্থানীয় যুবকরা উদ্যোগী হন ষাঁড়টিকে ধরতে। এক দমকল কর্মীর সহায়তায় স্থানীয়রা খ্যাপা ষাঁড়টিকে ফাঁদ পেতে বেঁধে ফেলতে সক্ষম হন৷ এরপরেই স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পশু চিকিৎসালয়ে পাঠিয়ে দেওয়া হয়৷ স্বস্তির নিশ্বাস ফেলেন এলাকাবাসী।

Like Us On Facebook