বর্ধমান শহরে টাউন সার্ভিস বাসগুলির শম্বুক গতিতে চলা এবং যত্রতত্র দীর্ঘক্ষণ দাঁড়ান নিয়ে এমনতেই পথচারীদের দির্ঘদিনের অভিযোগ ছিল। সোমবার স্বচক্ষে তা প্রত্যক্ষ করলেন স্বয়ং বর্ধমানের ট্রাফিক ওসি। আর তার পরেই তড়িঘড়ি ব্যবস্থা। টোটোর পর যদি সাধারন পথচারী থেকে সাইকেল ও বাইক চালকদের কোনো সমস্যা থেকে থাকে তো সেটা হল শহর কেন্দ্রিক টাউন সার্ভিস বাস। অযথা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা, যত্রতত্র দাঁড়িয়ে পড়া নিত্যনৈমিত্তিক ঘটনা। আর এর বিরুদ্ধেই সোমবার অভিযান চালানো হয় শহর জুড়ে। ধরাও হয় বাস গুলিকে। মোটা অঙ্কের জরিমানাও করা হয়। পুলিশের এই উদ্যোগে খুশি নিত্যযাত্রী থেকে সাধারণ মানুষ।

Like Us On Facebook