সিপিএমের ২৪ নং ওয়ার্ডের প্রার্থী ভোট দিতে পারেননি বলে অভিযোগ জানালেন

নিরপেক্ষ কেন্দ্রীয় নির্বাচন সংস্থার পরিচালনায় দুর্গাপুরে পুনরায় পুর নির্বাচনের দাবি জানাল দুর্গাপুরের সিপিএম নেতৃত্ব। রবিবার দুর্গাপুর পুর নিবাচনে শাসকদলের বিরোধী শূন্য ভোটগ্রহণ কেন্দ্রে ভোট লুঠ, সন্ত্রাস, গুলি, বোমাবাজি, পুলিশ প্রশাসনের অসহযোগিতা ও বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ দুর্গাপুরের মানুষ সহ সিপিএম ও অন্যান্য বিরোধী দলগুলির। অভিযোগ, প্রার্থীরাও অনেকে ভোট দিতে পারেননি শাসকদলের সন্ত্রাসে। রবিবার এক সাংবাদিক সম্মেলনে সিপিএম নেতারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দুর্গাপুরে পুর্ননির্বাচনের দাবি জানান। সিপিএম সূত্রে জানা গেছে, সোমবার সিপিএম কর্মীরা রাস্তা অবরোধ করে রবিবারের ভোট লুঠ ও সন্ত্রাসের প্রতিবাদ জানাবেন এবং বৃহত্তর আন্দোলন শুরু করবেন। সাংবাদিক সম্মেলনে সিপিএমের পশ্চিম বর্ধমানের জেলা নেতৃত্ব সকলেই উপস্থিত ছিলেন।

শাসক দলের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ জানালেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার
Like Us On Facebook