বৃহস্পতিবার সিপিএম কর্মীরা ফের দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরাকে পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা ও ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করার দাবিতে ডেপুটেশন দিল। আসন্ন পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসা ব্লকে শাসক দল তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম প্রার্থীদের মারধর করে ঘরছাড়া করেছে বলে অভিযোগ।

আরও অভিযোগ, সিপিএম কর্মীরা প্রাণের ভয়ে বাড়ি ফিরতে পারছে না। মনোনয়নপত্র জমা দেওয়ার পর শাসক দলের রোষানলে পড়ে সিপিএম কর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছে। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার দুই ব্লক দুর্গাপুর-ফরিদপুর ও কাঁকসায় শাসক দলের দুষ্কৃতীরা সিপিএম কর্মীদের মনোনয়নপত্র তুলতে বাধ‍্য করতে ব‍্যাপক মারধর করছে বলে অভিযোগ সিপিএমের দলীয় কর্মীদের।

বৃহস্পতিবার দুর্গাপুরের সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার ভুক্তভোগীদের নিয়ে দুর্গাপুর মহকুমা শাসকের দারস্থ হন। পঙ্কজ রায় সরকার বলেন, ‘যে রাজ‍্যের নির্বাচন কমিশনার পঞ্চায়েত নির্বাচন যে সুষ্ঠু ভাবে করা যাবে না সেকথা ঘোষণা করেছেন, সেখানে দুর্গাপুরের মহকুমাশাসকের কাছে কি নিরাপত্তা আমরা আশা করব? পুলিশ শাসক দলের দলদাস হয়ে গেছে। তাই সিপিএম কর্মীরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মনোনয়নপত্র দাখিল করায় ভোটে হারার ভয়ে রাজ‍্য জুড়ে শাসক দলের দুষ্কৃতীরা তান্ডব চালাচ্ছে।’

Like Us On Facebook